ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩১ ১৪৩১

দিলু রোডের আগুনে রুশদির মা জান্নাতও চলে গেলেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার

রাজধানীর মগবাজারের দিলু রোডে আবাসিক ভবনে আগুনে দগ্ধ জান্নাতুল ফেরদৌস জান্নাত মারা গেছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চারজনের মৃত্যু হলো এই অগ্নিকান্ডে।

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, জান্নাতুলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া তার স্বামী শহীদুল কিরমানীর শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। তিনিও আইসিইউতে সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে দিলু রোডের ওই ভবনটির নীচতলায় আগুন লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় তাদের একমাত্র সন্তান একেএম রুশদি (৪)। 

এছাড়া মারা যায় ওই ভবনের পাঁচতলার বাসিন্দা এইচএসসি পরীক্ষার্থী আফরিন জাহান যুথী (১৭) ও ভবনের নিচতলায় বসবাসরত বায়িংহাউজের অফিস সহকারী আব্দুল কাদের লিটন (৪০)।

এএইচ/