ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

নরসিংদীতে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার

অনুষ্ঠানে `বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী` বই হাতে অতিথিবৃন্দ। ছবি: একুশে টেলিভিশন

অনুষ্ঠানে `বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী` বই হাতে অতিথিবৃন্দ। ছবি: একুশে টেলিভিশন

মুজিব শতবর্ষ পালন উপলক্ষে নরসিংদী চেম্বার অব কমার্সের উদ্যোগে 'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' বই বিতরণ করা হয়েছে।

রবিবার (১ মার্চ) নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানিকভাবে এই বই বিতরণের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। 

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী-২(পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া । 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির। অনুষ্ঠানে নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, ড্রীম হলি ডে পার্কের মালিক প্রবীর কুমার সাহা, নরসিংদী চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন ভূঁইয়াসহ পরিচালকগণ  উপস্থিত ছিলেন । 

এ সময় দুই হাজার একশত বই বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

এএইচ/