ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

রাজউকের সাবেক চেয়ারম্যান ও পারটেক্স গ্রুপের পরিচালককে কারাগারে পাঠিয়েছে আদালত

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

পূর্বাচলে প্লট দুর্নীতি মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্র“পের পরিচালক শওকত আজিজকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের গ্রেফতারের পর রিমান্ডের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে ওই আদেশ দেন। তবে, শওকত আজিজকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন- দুদকের মামলায় রাজধানীর পরীবাগ থেকে রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী এবং গুলশান থেকে পারটেক্স গ্র“পের পরিচালক শওকত আজিজকে গ্রেফতার করে দুদকের প্রতিনিধি দল। পরে ঢাকার মহানগর মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয় তাদের। আদালতে রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিনের জামিন আবেদন করা হলেও তা নাকচ করে দেন বিচারক। এছাড়া, দুদক শওকত আজিজের সাত দিনের রিমান্ডের আবেদন করলেও, তাকে দুইদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। অন্যদিকে, দুদকের কর্মকর্তারা সঠিক তথ্য দিতে পারেননি এমন অভিযোগ করেন, আসামীপক্ষের আইনজীবি। এদিকে, নিয়োগ-দুর্নীতির সাত মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দিয়েছে দুদক।