ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

নির্বাচনে অংশ না নিলে বিএনপি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেঃ ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৫ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর বিএনপি সেই ঝুঁকি নেবে না বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর ওবায়দুল কাদের এ’কথা বলেন। তিনি বলেন, বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। পরবর্তী নির্বাচনে অংশ না নিলে, বিএনপি সংসদেও থাকবে না, রাজপথেও থাকবে না। বিএনপির মধ্যে নেতিবাচক মানসিকতা তৈরি হওয়ায় নতুন নির্বাচন কমিশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।