ভারতে গিয়ে ফেরার পথে আটক ৩২
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার পথে আটক ৩২ ব্যক্তিকে জেলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান মো: নোমানের আদালতে তোলা হলে তাদের প্রত্যেককে জেলে পাঠায় আদালত। পুলিশ জানায়, সীমা অতিক্রম করে খাগড়াছড়ি জেলার এসব বাসিন্দারা কয়েকদিন আগে ভারতের ত্রিপুরা রাজ্যের এলমারা এলাকায় গিয়েছিল। বুধবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সীমান্তে তাদেরকে আটক করে বিজিবি। ভারতের এক বৌদ্ধ ভিক্ষুর শেষকৃত্য অনুষ্ঠানের জন্য তারা সেখানে গিয়েছিল বলে জানা গেছে।