ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে জাতীয় বীমা দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার

‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিপুল উৎসাহ উদ্দিপনা ও যথাযোগ্য মর্যাদায় রবিবার ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিতি ছিলেন, জেলা প্রশাসক ড. কে, এম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলম ও সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দিন। 
 
বক্তাগণ বীমার গুরুত্ব আরোপ করে সকলকে বীমার আওতার আনার আহবান জানান। সেই সাথে বীমাকারীদের বীমা গ্রহিতাদের আস্থা অর্জন করে সুনামের সাথে দেশের উন্নয়নে অংশীদার হওয়ারও আহবান জানান।

কেআই/আরকে