ঢাকা, সোমবার   ০৩ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩১

রাজধানীতে দেয়াল ধসে নারী শ্রমিক নিহত

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৫ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

রাজধানীর বারিধারা এলাকায় দেয়াল ধসে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দেয়াল ধসের এই ঘটনা ঘটে। পরে, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার কোরে, গুরুতর আহত এক শ্রমিককে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে। আহত অপর দুই শ্রমিককে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।