ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

জামালপুরে শহীদ মিনারগুলোর বেহাল দশা

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:০৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

শ্রীহীন, বেহাল দশা জামালপুর শহরের শহীদ মিনারগুলোর। ভাষা সৈনিকদের স্মৃতির মিনার পড়ে আছে অযতেœ। ভাষার মাসে শহীদ মিনারগুলো সংস্কার আর ভাষা শহীদদের স্মৃতি রক্ষার দাবি এলাকাবাসির। দীর্ঘদিন সংস্কার নেই জামালপুরের জেলা সদরের শহীদ মিনারটির। শহরের দয়াময়ী মোড়ে অবস্থিত ভাষা শহীদদের স্মৃতির মিনারে জুতো পায়ে হরহামেশা উঠছে অনেকে। রাতে জমে ওঠে মাদকসেবিদের আড্ডা। চারদিক ঢাকা পড়েছে ব্যানার-ফেস্টুনে। বাহির থেকে বোঝার উপায়ই এটি শহীদ মিনার। তবে ২১ শে ফেব্রুয়ারিতে খানিকটা বদলায় এই চিত্র। একই দশা শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারগুলোরও। এই জেলার ভাষা সৈনিকরা পাননি রাষ্ট্রীয় স্বীকৃতি। এরই মধ্যে মারা গেছেন বেশ কয়েকজন। সারাদেশের শহীদ মিনারগুলোর যথাযথ সংরক্ষন আর ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষার দাবিও তাদের। ্হনংঢ়;