আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:৫৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। এরআগে, পাঁচ ম্যাচ সিরিজের চারটিতেই জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। নিজেদের শেষ ম্যাচেও জয় চায় এবি ডি ভিলিয়ার্স বাহিনী। আর শেষ ওয়ানডেতে নিজেদের সেরাটুকু দিয়েই শান্তনার জয় চায় লঙ্কানরা। চতুর্থ ওয়ানডেতে ৪০ রানে হেরেছে সফরকারী শ্রীলঙ্কা। এরআগে, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।