শিশু-কিশোরদের সরব উপস্থিতিতে একুশে বইমেলা জমজমাট
প্রকাশিত : ০২:৩১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৩১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
শিশু-কিশোরদের সরব উপস্থিতিতে সকাল থেকেই জমজমাট একুশে বইমেলা। শিশু প্রহরে মা-বাবার হাত ধরে ক্ষুদে পাঠকরা ঘুরে বেড়িয়েছে মেলায়, কিনেছে পছন্দের বই। কমিকস, রুপকথা কিংবা গোয়েন্দা বই কিনতে পেরে খুশি তারা। বই পড়ার প্রতি আকৃষ্ট করা আর ইতিহাস ঐতিহ্যের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতেই তাদের মেলায় নিয়ে আসার কথা জানালেন অভিভাবকরা।
একুশে বইমেলায় টুকটুকি, হালুম, ইকরি শিশুতোষ কার্টুনের জনপ্রিয় চরিত্রগুলোর উপস্থিতিতে মজায় মেতে উঠে শিশুরা।
আনন্দের পাশাপাশি পছন্দের বই কেনা আর খোলা পরিবেশ উপভোগ করে তারা।
বিভিন্ন দোকান ঘুরে কমিকস, রুপকথা, বর্ণমালা, প্রবাদ প্রবচন, গোয়েন্দা, বিজ্ঞান সংশ্লিষ্ট বই কিনেছে শিশুরা।
বই পড়ার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি ইতিহাস ঐতিহ্যের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে তাদের মেলায় নিয়ে আসার কথা জানালেন অভিভাবকরা।
শিশু প্রহরে আশানুরুপ বই বিক্রি হওয়ায় খুশি দোকানীরাও।
মেলায় এখন পর্যন্ত শিশুদের জন্য ৬২টি নতুন বই এসেছে বলে জানিয়েছেন আয়োজকরা।