রাজধানীতে আগুনে পুড়ে গেছে দেড় শতাধিক
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
রাজধানীর তেজগাঁও রেল লাইন বস্তিতে আগুনে পুড়ে গেছে দেড় শতাধিক ঘর। শুক্রবার সকাল ৯টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তির বাসিন্দারা জানান, মাদকসেবীদের ব্যবহৃত মোমবাতি থেকে আগুন লাগতে পারে। এদিকে, পূর্ব রামপুরার কাজীপাড়া বৌবাজার স্কুল গলিতে আগুনে পুড়ে গেছে চারটি টিনশেড ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১১টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।