ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বিএনপি মানুক আর না মানুক, এই নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন হবেঃ আইনমন্ত্রী

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৪৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

বিএনপি মানুক আর না মানুক, এই নির্বাচন কমিশনের অধীনেই পরবর্তী জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপী ভ্যান কার্যক্রমের উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এ’কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়নি। সংবিধান এবং আইনের মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিএনপি’র কথায় নতুন সিইসি পদত্যাগ করবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। এর আগে ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।