বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের অনুষ্ঠান এবং কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:৪৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
বান্দরবানে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান এবং কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল শুরু হয়। কমিটির সভাপতি লুসাই মং মার্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। অনুষ্ঠানে বক্তারা মারমা জাতিসত্ত্বার উন্নয়ন, নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান।