বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান
প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:২৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
পেট্রোল বোমায় পুড়িয়ে মানুষ হত্যা করায় বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ।
শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের কারনে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এ’সময় দলে অনুপ্রবেশকারীদের ব্যাপারে নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান হাসান মাহমুদ।