চট্টগ্রামে ৩ দিনব্যাপী আবৃত্তি উৎসব
প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব।
জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে এই উৎসবের আয়োজন করেছে সম্মিলিত আবৃত্তি জোট। উৎসব উদ্বোধন করেন চিটাগাং জুনিয়র চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এলিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য কাজী আরিফ, বাংলা একাডেমির উপ পরিচালক ডক্টর শাহাদাত হোসেন নিপু। বক্তারা বলেন, শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডই নয়, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আবৃত্তি শিল্পীরা সব সময় সক্রিয় ভূমিকা পালন করেছেন।