ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

মারা গেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কুয়েইয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩ এএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার

জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার আর নেই। গতকাল বুধবার তিনি নিজ দেশ পেরুতে মৃত্যুবরণ করেন। হাভিয়েরের ছেলে ফ্রান্সিসকো পেরেজ ডে কুয়েলার এ কথা জানিয়েছেন। 

ফ্রান্সিসকো জানান, বুধবার দিবাগত রাত ৮টা ৯ মিনিটে তার বাবা মারা গেছেন। হাভিয়েরের মরদেহ শুক্রবার দাফন করা হবে। এর আগে তার মরদেহ পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়য়ে রাখা হবে।

প্রসঙ্গত, পেরুর এই কূটনীতিক ১৯৮১ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। পেরেজ ডে কুয়েলার ইরাক-ইরান যুদ্ধ ও এল সালভাদোরের গৃহযুদ্ধের সময় জাতিসংঘের নেতৃত্ব দিয়েছেন।
সূত্র : রয়টার্স 
এসএ/