ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বরিশালে কৃতিত্বের পরিচয় দেয়া শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়েছে

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

বরিশালে বই পড়া কর্মসূচিতে অংশ নেয়া বিভিন্ন স্কুলের প্রায় ৩ হাজার শিক্ষার্থীর মধ্যে মূল্যায়ন পর্বে কৃতিত্বের পরিচয় দেয়া শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়েছে। শুক্রবার নগরীর ব্যাপ্টিষ্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গ্রামীণফোনের সহযোগিতায় এই পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন করা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ গাউসসহ প্রশাসনের কর্মকর্তা, গ্রামীণফোনের বরিশালের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আহসান হাবিব, শিশু সাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব আলী ইমামসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।