নিহত সাংবাদিক শিমুলের স্ত্রীকে সরকারের মালিকানাধীন ওষুধ কোম্পানিতে নিয়োগ
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
সিরাজগঞ্জের শাহজাদপুরে গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রীকে সরকারের মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগে নিয়োগ দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে শাহজাদপুরে শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগমের হাতে নিয়োগপত্র তুলে দেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন। এসেনশিয়াল ড্রাগের বগুড়া কার্যালয়ে কাজ করবেন নুরুন্নাহার। এ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী, মুক্তিযোদ্ধা ও রাজনীতিকরা বক্তব্য রাখেন। সাংবাদিক শিমুলকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুকে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।