ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছেন র‌্যাব-৭ এর সদস্যরা

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০১:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছেন র‌্যাব-৭ এর সদস্যরা। এ’সময় একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়। ভোরে এই অভিযান চালায় র‌্যাব। এ’ঘটনায় মিয়ানমারের ৫ নাগরিকসহ ৯ জনকে আটক করা হয়েছে। কক্সবাজার র‌্যাব কার্যালয়ের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালায়। এ’সময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশী চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ফিশিং ট্রলারের মালিক ও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র‌্যাব কর্মকর্তারা।