ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

উদীচী যশোর হত্যা দিবস 

ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার

উদীচী যশোর হত্যা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী জেলা সংসদ।

শুক্রবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত সমাবেশে প্রতিবাদী সঙ্গীত পরিবেশনসহ যশোর উদীচী হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়ে জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, সহ-সভাপতি মিজানুর রহমান, অমল টিক্কু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল রিজু, সহ-সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমূখ।
 
বক্তাগণ যশোর উদীচী ট্রাজেডীর ২১ বছরেও বিচার না হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এটি সরকারের ব্যর্থতা।সরকার যতই উন্নয়নের কথা বলুক উদীচী যশোর হত্যাকান্ডের বিচার না করে সরকার ব্যর্থতার দায় ভার বহন করছে। যা সাংস্কৃতিকর্মীরা কোন ভাবেই মানতে পারেনা। তারা অবিলম্বে এর বিচার দাবি করেন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী-অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

কেআই/আরকে