একুশের চেতনায় রচিত কালজয়ী গানগুলো আজও অনুপ্রেরণার উৎস
প্রকাশিত : ০১:২৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০১:২৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
রাজপথে মিছিল-সমাবেশের পাশাপাশি কবিতা-গান-ও হয়ে উঠেছিলো ভাষা আন্দোলনের হাতিয়ার। যে মাতৃভাষার দাবিতে সোচ্চার হয়েছিলো বাঙালী, সেই ভাষার বহুমাত্রিক ব্যবহার আন্দোলনে যোগ করেছিলো ভিন্নমাত্রা। ছন্দ আর সুর উদ্দীপ্ত করেছিলো জাতিকে। একুশের চেতনায় রচিত কালজয়ী সেসব গান আজো অনুপ্রেরণার উৎস।
আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা আর আলতাফ মাহমুদের সুর করা এ গানটি এখনো দোলা দেয় বাঙালীর হৃদয়, মানসপটে ভেসে উঠে ভাষা আন্দোলনের কথা।
এমন অনেক গান উজ্জীবিত করেছে জাতিকে, যুগিয়েছে শোষকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি।
’
আবদুল লতিফের অনন্য এই সৃষ্টি যেন বারুদ ছড়িয়েছিলো ভাষা আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গে।
রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি মানসিক শক্তি বাড়িয়েছিলো বাঙালীর জাতির। ভাষা সৈনিকরা মনে করেন, এই শক্তিই এনে দিয়েছে স্বাধীনতা।
বায়ান্ন’র পটভূমিতে রচিত হলেও, জাতির যেকোন সংকটে অনুপ্রেরণা জোগায় সেসব গান।