ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩ জন যাত্রীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ ও এয়ারপোর্ট আর্মড পুলিশ

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০১:২৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩ জন যাত্রীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ ও এয়ারপোর্ট আর্মড পুলিশ। গত রাতে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠার আগেই মানবপাচার সন্দেহে তাদের ফ্লাইটে উঠতে না দিয়ে আটকে দেয়া হয়। তাদের সঙ্গে রিটার্ন টিকিট থাকলেও কোনও ভিসা ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা কেনিয়া থেকে দুবাই হয়ে লিবিয়া যাচ্ছিল। আর কেনিয়া দিয়ে আফ্রিকার দেশগুলোতে মানবপাচার বেশি হয়, এ সন্দেহ থেকে অনুসন্ধান করে তাদের খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তবে আটক যাত্রীরা প্রতারণার শিকার হয়েছেন দাবি করে লিখিত আবেদন করলে নাম-ঠিকানাসহ যাবতীয় তথ্য জমা রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।