ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ডেঙ্গু ও করোনা প্রতিরোধ

১৪নং ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার

সরকারের মশক্ নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকে আরও বেগবান করতে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়াসহ নানা প্রকার সংক্রামক রোগ প্রতিরোধের উদ্দেশ্যে রাজধানীর ১৪নং ওয়ার্ডে মশার প্রজনন স্থান চিহ্নিতকরণ ও ধ্বংস এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি। 

এ লক্ষ্যে ওয়ার্ডের ১৪টি উন্নয়ন সমিতিকে সমন্বয় করে সকল সদস্যদের সঙ্গে নিয়ে সকল রাস্তাঘাট, সুয়ারেজ লাইন, বহুতল ভবনের মধ্যবর্তী ফাঁকা জায়গা, আবদ্ধ জলাশয় এবং মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করে তা ধ্বংস করার কার্যক্রম পরিচালনা করেন হুমায়ুন রশিদ জনি।

একইসঙ্গে সকল নাগরিকদের এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। 

কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ১৫ দিনের মধ্যেই ১৪নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন এবং মশামুক্ত এলাকায় পরিণত করব ইনশাআল্লাহ। এই পরিচ্ছন্নতা অভিযান অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে।’

এআই/