ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

পাঁচ বছরেও জট খোলেনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা রহস্যের

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০১:৪০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

পাঁচ বছরেও জট খোলেনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা রহস্যের। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত যুক্তরাষ্ট্রের ল্যাবরেটরিতে পরীক্ষায় অজ্ঞাত দুই পুরুষের ডিএনএ পাওয়া গেলেও, শনাক্ত করা যায়নি তাদের। এ’ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ৮ জনের মধ্যে ২ জন জামিনে রয়েছেন। আর ৪৬ বার সময় বাড়িয়েও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাব। ১০ বছরের শিশু মাহীর সারওয়ার মেঘ। সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র সন্তান। এখনও সে জানে না, কারা-কেন খুন করেছে তার বাবা-মাকে। মেঘ এখন ক্লাস ফোর এর ছাত্র। ঘটনার সময় তার বয়স ছিল ৫ বছর। মেঘের মতো তার দাদী সালেহা মনিরও জানেন না, ছেলে সাগর সরওয়ার আর ছেলের স্ত্রী মেহেরুন রুনি হত্যার বিচার কবে হবে? আর রুনির মা আশাই ছেড়ে দিয়েছেন, বিচারের। চাঞ্চল্যকর এ হত্যা মামলার বাদী রুনির ছোটভাই নওশের আলম নোমান তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে জানালেন, অসন্তোষ। ২০১২ সালের ১১ ফেব্র“য়ারি; রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাগর-রুনি। প্রথমে মামলা তদন্ত করে শেরে বাংলানগর থানা পুলিশ। চারদিনের মাথায় মহানগর গোয়েন্দা পুলিশের কাছে মামলাটি হস্তান্তর হয়। ঘটনার প্রায় দু’মাস পর উচ্চ আদালতে ব্যর্থতা স্বীকার করে গোয়েন্দা পুলিশ। তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। হত্যাকান্ডের স্থল থেকে দুই দফায় সংগ্রহ করা আলামত পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠায় র‌্যাব। ওই পরীক্ষায় সম্ভাব্য দুই খুনির ডিএনএ প্রোফাইল পাওয়া গেলেও, শনাক্ত করা যায়নি তাদের। কবে খুলবে চাঞ্চল্যকর এই হত্যা মামলার জট, সেই প্রশ্নের উত্তর মিলছে না কারো কাছ থেকেই।