ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:২৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

অনুষ্ঠিত হয়ে গেল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ১৭তম সমাবর্তন অনুষ্ঠান। সকালে রাজধানী উত্তরায় এমব্যাঙ্কম্যান্ট রোডের নিজস্ব প্লটে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করে এআইইউবি। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের দ’হাজার ন’শত ষাট জন ¯œাতক ও ¯œাতকোত্তর শিক্ষার্থীর মধ্যে এই ডিগ্রী প্রদান করা হয়। তাছাড়া বিভিন্ন বিষয়ে পারদর্শিতার জন্য ৩ জনকে চ্যান্সেলর স্বর্ণ পদকসহ ছয়টি ক্যাটাগরীতে দু’শ ন,জনের হাতে তুলে দেয়া হয় সম্মাননা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়ন আনিসুল হক উপস্থিত ছিলেন।