ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

আঁধার ভাঙার শপথ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০ এএম, ৮ মার্চ ২০২০ রবিবার

‘আমি শপথ করছি যে, আমি নারীর বিরুদ্ধে সব নির্যাতনকে অন্যায়, অন্যায্য, অনৈতিক অপরাধ হিসেবে গণ্য করি এবং করবো। আমি নিজে ব্যক্তিগতভাবে নারীর বিরুদ্ধে কোনও প্রকার সহিংসতা বা নির্যাতনের সঙ্গে জড়িত হবো না, বা সহ্য করবো না। আমি একজন সচেতন মানুষ হিসেবে কমপক্ষে ১০ জন পরিচিত ব্যক্তিকে নারী নির্যাতন বন্ধের বিষয়ে অবগত করবো। আমরাই পারি নারীর বিরুদ্ধে সব নির্যাতন বন্ধ করতে।’

‘প্রজন্ম হোক সমতার, নিশ্চিত হোক নারী অধিকার’-এ স্লোগানকে কণ্ঠে ধারণ করে মোমবাতির আলো জ্বালিয়ে মনের আঁধার ভাঙার শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। 

গতকাল শনিবার (৭ মার্চ) দিনগত রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই শপথ নেন তারা।

নারী দিবস উপলক্ষে প্রথম প্রহরেই ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরাই পারি’ জোটের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানমসহ বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক নারী শিক্ষার্থী।
এসএ/