ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

সাগর-রুনী স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৬:০৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

পাঁচ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা। প্রতিবাদ সমাবেশে অবিলম্বে তদন্ত প্রতিবেদন দাখিলের দাবি জানিয়েছেন তারা। হত্যাকারীদের বিচারের দাবিতে ১২ ফেব্র“য়ারি প্রেসক্লাবের সামনে অবরোধ কর্মসূচিরও দেওয়া হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুতই দেওয়া হবে। রাজধানীর সেগুন বাগিচায় সাগর রুনি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। বাবা-মা হত্যার প্রতিবাদ জানাতে আসে তাদের সন্তান মেঘও। সাগর-রুনী স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘ পাঁচ বছরে হত্যা রহস্য উম্মোচন না হওয়ায় ক্ষোভ জানান সাংবাদিক নেতারা। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়। এদিকে নড়াইলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সাগর-রুন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন সহসাই আলোর মুখ দেখবে। আর হত্যাকারীদের বিচারের মুখোমুখি না করতে পারাকে, প্রশাসনের ব্যার্থতা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।