ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

জাতীয় নির্বাচনে ভরাডুবির আশংকায় বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:১৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

জাতীয় নির্বাচনে ভরাডুবির আশংকায় বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রামের পটিয়ায় এক জনসভায় তিনি বলেন, বিএনপি সার্চ কমিটিকেও বিতর্কিত করার চেষ্টা করেছিলো। সকালে চট্টগ্রামে পটিয়ার ইন্দ্রপুলে বাইপাস সড়ক নির্মাণের স্থান পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে স্থানীয় আওয়ামীলীগ আােজিত এ জনসভায় যোগ দেন তিনি। সভায় বাইপাস সড়ক নির্মাণে হিন্দু সম্প্রদায়ের ৪৬টি ঘর উচ্ছেদ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। তবে সড়ক নির্মাণের জন্য একটি মন্দির সরিয়ে সরকারি খরচে অন্য জায়গায় নির্মাণের প্রতিশ্র“তি দেন মন্ত্রী। নির্বাচন কমিশনকে নিয়ে বিএনপি নেতাদের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যের কড়া সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সমাবেশ থেকে দলের কর্মীদের মূল্যায়ন করতে নেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।