পূবালী ব্যাংক লিমিটেডের বরিশাল অঞ্চলের শাখা প্রধানদের বছরের প্রথম সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত : ০৬:০২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৬:০২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
পূবালী ব্যাংক লিমিটেডের বরিশাল অঞ্চলের শাখা প্রধানদের বছরের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বরিশাল নগরীর একটি হোটেলে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। সম্মেলনে বরিশাল অঞ্চলের অঞ্চল প্রধান মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের উর্ধতন কর্মকর্তা ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন। এ’সময় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়।