ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

মাশরাফির উত্তরসূরি কে হচ্ছেন, জানা যাবে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৮ মার্চ ২০২০ রবিবার

মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল

মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল

মাশরাফি বিন মর্তুজার উত্তরসূরি কে হবেন তা জানা যাবে আজই। কারণ এদিন বিকেলেই বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়ে যেতে পারে দলের পর্বরতী অধিনায়ক বিষয়ে। 

গত ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই শোনা যাচ্ছিল সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজই হবে ওয়ানডে অধিনায়ক হিসাবে তার শেষ সিরিজ। সেই অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাড়ানোরও ঘোষণা দেন মাশরাফি। তাই প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন উঠেছে, পাকিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র ওয়ানডেতে টিম বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে? তারই উত্তর মিলতে পারে আজ রবিবার।

বোর্ডের উচ্চ পর্যায়ের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ‘যেহেতু আজই বোর্ড পরিচালক পর্ষদের সভা। তাই এ দিনই হয়তো নতুন অধিনায়ক মনোনয়নের কাজ চূড়ান্ত হয়ে যাবে।’

এক্ষেত্রে মাশরাফি বিকল্প হিসেবে সাকিব আল হাসানের নাম সবার আগে আসতেই পারত। যদি না আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকতেন। তাই সাকিবকে এখন মাশরাফির চেয়ারে বসানো সম্ভব হচ্ছে না। আপাতত তিন পরিণত, অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম কিংবা তামিম ইকবালের কাউকে বেছে নিতে হবে বোর্ডকে?

এ ব্যাপারে একাধিক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আলোচ্যসূচিতে অধিনায়ক মনোনয়নের কথা নেই। তবে যেহেতু মাশরাফি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছে। তাই এখন আপনা-আপনি অলোচ্যসূচিতে অধিনায়ক মনোয়নের প্রসঙ্গ এসে গেছে।’

উল্লেখ্য, তৃতীয় দফায় খেলতে আগামী ২৯ মার্চ পাকিস্তানের করাচিতে পৌঁছাবে বাংলাদেশ দল। এই সফরে একটি ওয়ানডে খেলার কথা রয়েছে টাইগারদের। রয়েছে একটি টেস্টও।

এনএস/