ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

হুমকি আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

প্রকাশিত : ০৯:২৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০৯:২৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার

হুমকি আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। স্থানীয় সময় রোববার সকালে পিয়ংআং প্রদেশের বাগআং বিমান ঘাঁটি থেকে ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়। এটি জাপান সাগরের পূর্ব দিকে প্রায় ৫শ’ কিলোমিটার পর্যন্ত দূরত্ব পাড়ি দেয়। ঠিক কি ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ নিয়ে এরইমধ্যে জরুরী বৈঠক ডেকেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বিষয়টি জানানো হয়েছে। নতুন করে শক্তির মহড়ায় পুরো অঞ্চলে উত্তেজনা বাড়বে বলে আশংকা করা হচ্ছে।