স্বাধীনতা যুদ্ধে জাতি গঠনে গণমানুষের মাধ্যম হিসেবে বেতার গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছে: মরতুজা আহমদ
প্রকাশিত : ০৯:২৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০৯:২৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার
স্বাধীনতা যুদ্ধে জাতি গঠনে গণমানুষের মাধ্যম হিসেবে বেতার গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন তথ্য সচিব মরতুজা আহমদ।
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এতে সভাপতিত্ব করেন সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। পরে সাংস্কৃতিক আয়োজন মুগ্ধ করে দর্শকদের।