পরিত্যক্ত দোকানে যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৩ পিএম, ৮ মার্চ ২০২০ রবিবার

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ হাকিমা মার্কেটে একটি পরিত্যক্ত দোকানে অজ্ঞাত যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মার্কেটের অফিস কর্মচারী সেলিম জানান, রোববার দুপুর থেকেই পঁচা দুর্গন্ধ আসছিল। পরে মার্কেট সমিতির লোকজন পুলিশ খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার এস আই খায়রুল ইসলাম জানান, লাশটি ১৫ থেকে ২০ দিন আগের হতে পারে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, কে বা কারা কি কারণে হত্যা করেছে তাকে তা তদন্ত না করে বলা যাচ্ছে না। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
কেআই/আরকে