'পদ্মায় কোন দুর্নীতি হয়নি, পুরো বিষয়টি ছিল ষড়যন্ত্রের অংশ'
প্রকাশিত : ১০:৪১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ১০:৪১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার
পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ কানাডার আদালতে নাকচ হওয়ায় ক্ষতিপূরণ দাবি করে আইনগত ব্যবস্থা নেয়া উচিৎ-বলে মনে করছেন প্রকল্পটির বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেছেন, পুরো বিষয়টিই ষড়যন্ত্র। রায়ে সরকারের চ্যালেঞ্জ সত্য প্রমাণিত হয়েছে এবং দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।
পদ্মায় কোন দুর্নীতি হয়নি, পুরো বিষয়টি ছিল ষড়যন্ত্রের অংশ-এমন পর্যবেক্ষণ দিয়ে যথন টরেন্টো আদালত নাকচ করে দিলো সব অভিযোগ, তখন প্রকল্পটির শীর্ষ পরামর্শক বললেন, বিষয়টি আগেই ধারণা করা হয়েছিল। কিন্তু দেশি-বিদেশি চক্রের কারণে মূল চক্রান্তকারীদের বিরুদ্ধে কিছু বলা সম্ভব হয়নি।
দেশ ও দশের এতোবড় ক্ষতি যারা করেছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত কিনা-প্রশ্ন ছিল পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে গঠিত মূল্যায়ন কমিটির চেয়ারম্যানের কাছে।
সুশীল সমাজের একটি অংশ বিশ্ব ব্যাংকের কাছে সরকারকে বেকায়দায় ফেলতেই কী এই ফাঁদ পেতেছিলেন? প্রশ্ন ছিল পদ্মা সেতুর প্যানেল অফ এক্সপার্টের কাছে।
নিজস্ব অর্থায়নে প্রকল্পটির কাজ যেভাবে এগোচ্ছে তাতে য় উন্নয়নের আলোয় উদ্ভাসিত হবে বাংলাদেশ-এমন আশার কথাই শোনালেন পদ্মা সেতুর অন্যতম এই বিশেষজ্ঞ।