ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

করোনা মোকাবেলায় বাউফল স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি নাজুক 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার

করোনা মোকাবেলায় পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা আইসোলেশন ইউনিটের নাজুক অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় আবাসিক রোগীদের সাধারণ ইউনিটের পাশের দুইটি কক্ষকে আইসোলেশন ইউনিট হিসেবে ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

সরেজমিন আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায় আইসোলেসন ইউনিট হিসেবে ঘোষণা দেয়া স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কেবিনের মেঝে তলিয়ে রয়েছে পাশের শৌচাগার থেকে আসা পানিতে। অপরিচ্ছন্ন পুরো কেবিন। অপর কেবিনটির বেডে কাপড় বিছানো থাকলেও আইসোলেসন ইউনিটের জন্য প্রয়োজনীয় কোন যন্ত্রপাতির বালাই নেই। সাধারন ওয়ার্ডগুলোরও বেহাল দশা। কোথাও নেই ডাস্টবিন কিংবা জীবানুমুক্ত করার সরঞ্জামাদি। হাসপাতালের বাইরে কিংবা ভিতরে কোথাও চোখে পড়েনি করোনা ভাইরাস সম্পর্কিত জনসচেতনতা মূলক কোনো পোস্টার কিংবা লিফলেট। 

এবিষয়ে ‘সেভ দি বার্ড এ্যান্ড বি’ নামে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ রক্ষা আন্দোলনের পরিচালক মন্ডলির একজন শামসুন নাহার বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। উন্নত দেশগুলোই যখন করোনা মোকাবেলায় হিমসিম খাচ্ছে সেখানে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন বেহাল অবস্থা সত্যিই দু:খজনক।’ 

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়েছি, মাস্ক ও অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। এইচইডি’র সহযোগীতার অভাবে আমাদের অনেক কাজ আটকে থাকে। 

আরকে//