ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

ঢাবির কার্জন হলে উর্দ্দুকে রাষ্ট্রভাষা ঘোষণার সময় থেকেই ফুসে ওঠে ছাত্র ও যুব সমাজ

প্রকাশিত : ০২:৩১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০২:৩১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ১৯৪৮ সালের ২৪ মার্চ পাকিস্তানের তৎকালীন গভর্নর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উর্দ্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার সময় থেকেই ফুসে ওঠে ছাত্র ও যুব সমাজ। বাংলাকে রাষ্ট্রভাষার দাবীতে শুরু হয় আন্দোলন। স্মৃতিচারণে এমনটাই জানালেন ভাষা সৈনিক কাজী মাজহারুল ইসলাম। ১৯৪৮ সালের ২৪ মার্চ পূর্ববাংলা সফরে আসেন পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদী আজম জিন্নাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে যোগ দেন সমাবর্তন অনুষ্ঠানে। ঘোষনা দেন- পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দ্দু। যারা এর বিরোধিতা করে তারা পাকিস্তানের দুশমন। ওই সময়ে জিন্নাহর এমন ঘোষনার পর ছাত্র জনতার বিপ্লবী প্রতিক্রিয়া, অতপর ভাষা আন্দোলন নিয়ে স্মৃতিচারন করলেন ভাষা সৈনিক কাজী মাজহারুল ইসলাম। তৎকালীন জামায়াতে ইসলামী-সহ অনেকেই জিন্নাহর ঘোষনার পক্ষে ছিল বলেও জানান এই ভাষা সৈনিক। হামলা-গ্রেফতারের পরেও রাষ্ট্রভাষা বাংলা চাই শ্লোগানে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যায় ছাত্র ও যুব সমাজ।