ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে মৌসুমী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০ এএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার

বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেল। তাকে নিয়ে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘শেখ রাসেলের আর্তনাদ’। এতে শেখ রাসেলের চরিত্রে দেখা যাবে রোহানকে। তবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হবেন ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী।

অপরদিকে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার চরিত্রে অভিনয় করবেন অপর্ণা ঘোষ ও ভাবনা। বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামালের ভূমিকায় থাকবেন ইউসুফ এবং মেজ পুত্র শেখ জামালের চরিত্রে দেখা যাবে সাব্বিরকে।

চলচ্চিত্রটি নির্মাণ করবেন পরিচালক সালমান হায়দার।

তিনি বলেন, ‘চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে। সেই প্রস্তুতি চলছে, শিগগিরই শুরু হবে এর শুটিং।’
এসএ/