মাগুরায় ব্রিজ ভেঙে ট্রাক ও কভার্ড ভ্যান নদীতে পড়ে গেছে
প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০২:০৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
মাগুরার ফুটকি নদীর উপর সীমাখালী ব্রিজ ভেঙে পাথরবাহী দুটি ট্রাক ও একটি কভার্ড ভ্যান নদীতে পড়ে গেছে। এতে যশোর-মাগুরা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরগামী দুটি পাথরবাহী ট্রাক এবং মাগুরাগামী একটি বড় কভার্ডভ্যান ব্রিজটির উপর দিয়ে পাশাপাশি অতিক্রম করার সময় তিনটি যানসহ ব্রিজটি নদীতে ভেঙ্গে পড়ে। এসময় দুই সাইকেল আরোহী আহত হয়। এদিকে ব্রিজ ভেঙ্গে পড়ায় সড়কের উভয় পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। এছাড়া ঢাকাগামী কিছু যানবাহন ঝিনাইদহ হয়ে ঢাকা চলাচল করছে। সড়কটি ভেঙে পড়ায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানায়, একই সঙ্গে তিনটি ওভারলোডেড যান ব্রিজটিতে উঠে পড়ায় তা ভেঙে পড়ে।