ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

ভাষা সংগ্রামীদের অনেকেই আজ অবহেলিত

প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০২:০৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

  যাদের আন্দোলনের ফসল হিসেবে আমরা বাংলা ভাষায় কথা বলছি সেই ভাষা সংগ্রামীদের অনেকেই আজ অবহেলিত। বরিশালের ইফসুফ কালু এমনই একজন। তিনি ছিলেন বরিশাল ভাষা সংগ্রাম পরিষদের সক্ধিসঢ়;্রয় সদস্য। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ন ভুমিকা রাখল্ধেসঢ়;ও পাননি কোনো রাষ্টীয় মর্যাদা। “দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়’ ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর ইতিহাস বৃদ্ধ এই মানুষটির কাছে আজো বর্তমান। সেই স্মৃতি নিয়ে যেন প্রতিদিনই নতুন করে বাঁচতে চান ভাষা সংগ্রামী ইফসুফ কালু। বয়সের ভারে নুয়ে পড়া ইফসুফ কালুর সময় কাটে নাতি নাতনিদের নিয়ে ও পেপার পত্রিকা পড়ে। থাকেন বরিশাল নগরীর বগুরা রোডের একটি বাসায়। ৭১এর মুক্তিযুদ্ধেও সক্ধিসঢ়;্রয়ভাবে অংশ নেন ইফসুফ কালু। তবে রাষ্টীয় কোন মর্যাদা না পাওয়ায় অনেক আক্ষেপ তার।