ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

লিস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে সোয়ানসি সিটি

প্রকাশিত : ১০:১১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১০:১১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে সোয়ানসি সিটি। লিস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে তারা। নিজেদের মাঠে ম্যাচের প্রথম থেকেই লিস্টারের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে সোয়ানসি সিটি। ৩৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ইংলিশ ডিফেন্ডার আলফি মসন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরো একটি গোল করে ব্যবধান বাড়ান সুইডেন ডিফেন্ডার মার্টিন অলসন। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় লিস্টার। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। এ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে সোয়ানসি সিটি। আর ২১ পয়েন্টে লিস্টার সিটি রয়েছে ১৭ নম্বরে।