জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ
প্রকাশিত : ১০:১২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১০:১২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ঘরের মাঠে প্রথমেই পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। ৫ মিনিটে সেল্টা ভিগোর হয়ে গোল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার গুস্তাভো ড্যানিয়েল। ১১ মিনিটে দলকে সমতায় ফেরান অ্যাটলেটিকোর ফরোয়ার্ড ফার্নান্দো টরেস। ৭৮ মিনিটে সুইডিশ স্ট্রাইকার জন গেডুটির গোলে আবারো ২-১ ব্যবধানে এগিয়ে যায় সেল্টা ভিগো। তবে আবারো লিড ধরে রাখতে ব্যর্থ হয় তারা। ৮৬ মিনিটে অ্যাটলেটিকোর মিডফিল্ডার কারাস্কো ফের দলকে সমতায় ফেরান। আর এর ২ মিনিট পরেই অ্যাটলেটিকোর হয়ে জয়সূচক গোলটি করেন ফরাসী তারকা আন্তনিও গ্রিজম্যান।