সাতক্ষীরায় র্যাবের অভিযানে বনদস্যু নরু বাহিনীর প্রধান ও সেকেন্ড ইন কমান্ড আটক
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০২:৪৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়ায় র্যাবের অভিযানে বনদস্যু নরু বাহিনীর প্রধান ও সেকেন্ড ইন কমান্ডকে আটক করেছে র্যাব।
সোমবার সকাল ৭টার দিকে রেঞ্জের ছোট কলাগাছিয়া এলাকার পশুরতলা খালে শুরু হয় অভিযান। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, প্রায় ৫ ঘন্টা ধরে চলা অভিযানে বনদস্যুদের সাথে র্যাবের গুলি বিনিময় হয়। আটক হয় বাহিনী প্রধান নুর হোসেন ও সেকেন্ড ইন কমান্ড আব্বাস। বনদস্যুদের কাছ থেকে এ’সময় ৪টি বিদেশি অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি জব্দ করা হয়।