সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌর মেয়রসহ ৮ জনের রিমান্ড মঞ্জুর
প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০২:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ৮ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে সাড়ে ১০টার দিকে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৬ ফেব্র“য়ারি আসামিদের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১৩ ফেব্র“য়ারি শুনানির দিন ধার্য্য করেন। গেলো ৩ ফেব্র“য়ারি মেয়রের গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান তিনি।