মুন্সিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী শাহজালাল নিহত
প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০১:৫০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
মুন্সিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী শাহজালাল নিহত হয়েছে। এ’সময় আহত হন তিন পুলিশ সদস্য।
গত রোববার রাতে জেলা সদরের বৈখরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাহজালালকে নিয়ে অস্ত্র উদ্ধারে বৈখরের ময়না মোল্লার কাঠ বাগানে যায় তারা। সেসময় তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় শাহজালাল বাহিনীর সদস্যরা। পুলিশও পাল্টা গুলি চালালে পালানোর সময় নিহত হয় শাহজালাল। আহত হন পুলিশের তিন সদস্য। পরে ঘটনাস্থল থেকে ২টি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।