সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌর মেয়রসহ ৬ জনের রিমান্ড মঞ্জুর
প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০২:৫০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ তার সহযোগী ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক সকালে এ আদেশ দেন। এদিকে বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
র্যাব পুলিশের কড়া নিরাপত্তায় সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুরের মেয়র হালিমুল হক মিরু, তার দুই ভাইসহ আটজনকে আদালতে আনা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উভয়পক্ষের আইনজীবিদের উপস্থিতিতে মামলার শুনানি শুরু হয়। আদালত মিরুসহ ৬ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত অন্য আসামীরা হলেন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত কেএম নাসির, আলমগীর, নাজমুল খা, আরশেদ ভুঁইয়া ও জহির উদ্দিন।
এদিকে দ্রুত বিচারের দাবি করে শিমুলের পরিবার। মিরুকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার ও বিচারের দাবি জানিয়ে আদালতের বাইরে বিক্ষোভ করে এলাকাবাসী।
গেলো ৩ ফেব্র“য়ারি মেয়র মিরুর গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান তিনি।