ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

করোনা সংক্রমন সন্দেহে ফেনীতে ১০ প্রবাসী কোয়ারেন্টাইনে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার

করোনা ভাইরাসের সংক্রমন সন্দেহে ফেনীতে বিদেশ থেকে আসা ১০ জনকে পারিবারিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে জেলা স্বস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাস সংক্রমন সন্দেহ তালিকাভুক্ত ইতালী থেকে ৮ জন, কুয়েত থেকে ১ জন ও চীন থেকে ১ জন মঙ্গলবার ঢাকা থেকে ফেনী এসেছে বলে জানানো হয়। তবে বিমান বন্দরে এদের কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষন পাওয়া যায়নি এসব প্রবাসীদের নাম ঠিকানা নিয়ে যোগাযোগ করে জেলা স্বাস্থ্য বিভাগে এদের প্রত্যেককে ১৪ দিন পারিবারিক কোয়ারেন্টাইনে থাকার পরমর্শ দেয়া হয়েছে।

এ দিকে জেলা প্রশাসন থেকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩০ বেড, ফেনী  অব্যবহারিত ট্রমা সেন্টার ৩০ বেড, সোনাগাজীর মঙ্গলকান্দি ২০ শয্যা স্বাস্থ্য কম্পক্সে ২০ বেডসহ ৫ টি উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে  ৫ বেড করে ২৫ বেড মোট ১০৫ বেড এর আইসোলেশন কর্নার করা হয়েছে। 

এ ছাড়া ফেনী পরশুরামের বিলোনিয়া স্থল বন্দরে আগত যাত্রীদের  মেডিকল চেকআপ করার  জন্যে ১ জন ডাক্তার ও ৩ জন সহকারী সমণ্নেয়ে মেডিকেল বোড কাজ চালিয়ে যাচ্ছে। করোনা সংক্রান্ত বিষয় সার্বক্ষনিক যোগাযোগ ও ব্যবস্থা গ্রহনের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

কেআই/আরকে