ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

গাজীপুরে ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিচার দাবি করে  মানববন্ধন

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:২৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

গাজীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিচার দাবি করে  মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত  মানববন্ধনে ঘটনার প্রধান আসামী শফিকের গ্রেফতার ও শাস্তির দাবী জানান হয়। গেল ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের বার্ষিক বনভোজনে অনুমতি থাকা সত্বেও  টাকা দাবী করে বঙ্গবন্ধু সাফারী পার্কের ইজারাদার শফিক ও তার লোকজন। একপর্যায়ে পার্কের ইজারাদার ও তার স্থানীয় সন্ত্রাসীরা  শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের উপর হামলা চালায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এঘটনায় একটি মামলা হলেও এখনো প্রধান আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকান করেন শিক্ষকরা।