আইনশৃঙ্খলাবাহিনী কঠোর থাকায় জঙ্গিরা নাশকতা করতে পারছেনা
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:২৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
আইনশৃঙ্খলাবাহিনী কঠোর অবস্থানে থাকায় জঙ্গিরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার।
জঙ্গিবাদ নির্মূলে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘অপরাধমূলক সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক সংলাপে এ মন্তব্য করেন পুলিশ কমিশনার। বিতার্কিকদের সংগঠন ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এ সংলাপের আয়োজন করে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন।