বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন
প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:২৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৭ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন ২০১৭-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬-এর নীতিগত সিদ্ধান্ত এবং বর্ষনীতি ২০১৭-এর খসড়া অনুমোদন দেয়া হয় বৈঠকে।