অ্যান্ডারসন লুইস সিলভার জন্মদিন আজ
প্রকাশিত : ০৬:২২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:২২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
অ্যান্ডারসন লুইস সিলভা ব্রাজিলের জাতীয় দলের পেশাদার ফুটবলার। পাশাপাশি বেনফিকা ক্লাবেও খেলছেন এই তারকা ফুটবলার। ১৯৮১ সালে আজকের এইদিনে ব্রাজিলের আমপারো শহরে।
অ্যান্ডারসন লুইস সিলভা। সবার কাছে লুইজাও নামেই পরিচিত। খুব কম সময়ে ফুটবলে দারুণ নৈপুর্ণ্য দেখিয়ে নজর কেড়েছেন দর্শকদের মনে। ছোটবেলা ভালো ফুটবল খেলতেন বলে পরিবারের সহযোগীতার হাত বাড়িয়ে দিলে পেশায় বেছে নেন ফুটবলকে। ১৯৯৯ সালে প্রথম ফুটবল খেলা শুরু করেন জুভেন্টাস ক্লাবে। এই ক্লাবে এক মৌসুমে ম্যাচ খেলেছেন ১৮টি।
২০০০ সালে তিন মৌসুমের জন্য মাঠে নামেন কুজেরিও ক্লাবের হয়ে। আর ২০০৩ সাল থেকে খেলে যাচ্ছেন বেনফিকা ক্লাবে জার্সিতে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। এখন পর্যন্ত এই ক্লাবের হয়ে ২০৬টি ম্যাচ খেলে গোল করেন ২৫টি।
লুইজাওয়ের খেলা শুধু ক্লাব পর্যায়েই সীমাবন্ধ ছিলো না। খেলেন জাতীয় পর্যায়েও। ২০০১ সালে খেলেন ব্রাজিল অনুধ্ব-২১ দলে। আর ২০০১ সাল থেকে খেলে যাচ্ছেন ব্রাজিল ফুবটল দলের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ৪৪টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ৩টি।